কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম :
আগামী কাল থেকে শুরু হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মহররম।এই পবিত্র মহররম উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হবে তাজিয়া মিছিল। এবং কোথাও মিলাদ মাহফিল। এবং বহু যায়গায় তাজিয়া মিছিল সহ দুলদুল বের করার কথা রয়েছে।
ভারতের দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে উত্তর প্রদেশের লাখনৌ ও মোরাদাবাদ ও কানপুর এবং বিহার রাজ্যের কেন্দ্রস্থল পাটনার বিভিন্ন যায়গায় শুরু হবে তাজিয়া মিছিল ও দুলদুল। দক্ষিণ ভারতের কেরালা ও কর্নাটক এবং তেলেঙ্গানা রাজ্য উৎযাপিত হবে পবিত্র মহররম উপলক্ষে তাজিয়া মিছিল। সেই সঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিভিন্ন জেলায় শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মাহর পবিত্র মহররম। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে কোন ভাবেই শান্তি শৃঙ্খলা নস্ট করা যাবেনা পবিত্র মহররম উপলক্ষে। সেই জন্য প্রতিটি জেলায় পুলিশ সুপার কে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নেবার নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে তাজিয়া মিছিল ও দুলদুল এর উপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। পশ্চিম বাংলার উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ ও মালদাহ ও নদিয়া জেলার বিভিন্ন স্থানে মহররম উপলক্ষে তাজিয়া ও দুলদুল ও লাঠি মিছিল বের হয়। কলকাতার মেটিয়াপুরুজ ও গার্ডেন ব্রিজ এলাকায় এবং খিদিরপুর এবং রাজাবাজার এবং মল্লিক বাজার ও পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এ পবিত্র মহররম উপলক্ষে তাজিয়া মিছিল ও দুলদুল বের করা হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে এবং সুন্দর বন জেলা পুলিশের অধীনে এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার বিভিন্ন যায়গায় পবিত্র মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব সহ অন্যান্য জেলা পুলিশের অধীনে সমস্ত থানার আই সি এবং ওসিরা।
পবিত্র মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে আবেদন করেছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও তৃনমূল দলের নেতা ও ব্লক উন্নয়ন বোর্ড সদস্য শ্রী মানেবেন্দ্র মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।