
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিশু-কিশোর শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৮ জুন, (শনিবার) সকালে শহররের দেবদারুতলা এলাকায় মোল্যা কমপ্লেক্স ভবনে মনিকা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। মনিকা একাডেমির পরিচালক ও চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক মোঃ সবুজ সুলতান (শাওন) এর সভাপতিত্বে ও শানিন রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কালেক্টর স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিও চিকিৎসক ও শিক্ষক তুষার কুমার নন্দী,মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরা খাতুন,বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একাডেমি উপ-কমিটির সদস্য শিল্পী বিশ্বাস (অনুমিতা)। এ সময় আরো উপস্থিত ছিলেন মনিকা একাডেমির সহকারী প্রশিক্ষক মোহিত বিশ্বাস,অত্র একাডেমির অনুষ্ঠান উপ-কমিটির সদস্য শম্পা দাশ (কবিতা) প্রমুখ।