কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
সারা দিন আকাশ মেঘলা ও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যে শুরু হয়েছে সারা দেশে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ সকালে উড়িষ্যা পুরীর জগন্নাথদেবের মন্দিরে পূজা দিয়ে জগন্নাথ দেবের রথের দড়িতে টান দিলেন উড়িষ্যা মুখ্যমন্ত্রী মোহন চাঁদ মাঝি। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেদিনীপুর জেলার দিঘায় জগন্নাথ দেবের নতুন মন্দিরে পূজা উদযাপন করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করে দিয়েছেন।
এদিন পুরি ও দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় হয়।তারা একবারের জন্য ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দড়িতে টান দিতে চান। গতকাল দিঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে বের হয়ে যান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন পশ্চিম বাংলা পুলিশের আধিকারিক রাজীব কুমার আই পি এস ও পশ্চিম বাংলা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
কড়া নিরাপত্তায় মোড়া ছিল গোটা দিঘা। আজ সকালে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরে পূজা দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করেন।এই সময়ে ইসকোন মন্দিরে র ভক্তদের সাথে হাত মিলিয়ে দড়ি টান দেয় কয়েক হাজার ভক্ষ।আজ সকালে মেদিনীপুর জেলার মহিষাদলের ঐতিহাসিক রাজাদের আমলে রথযাত্রা উৎসব দেখতে হাজির হয় হাজার মানুষ। এবং পশ্চিম বাংলার নদীয়া জেলার নবদ্বীপ ইসকোন মন্দিরে পূজা উদযাপন করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়।
কলকাতার বেলভিউ নার্সিং হোম পাশে ক্যামকস্ট্রিট এলাকায় ইসকোন মন্দিরে পূজা উদযাপন করে প্রভু জগন্নাথ দেবের রথের চাকা র দড়িতে টান দিয়ে রথযাত্রা শুরু করেন। বারুইপুর পূর্ব চৌধুরী বাবুদের রথযাত্রা উৎসব দেখতে হাজির হয় হাজার হাজার মানুষ। এখানে ঐতিহাসিক জমিদারদের রথযাত্রা উৎসব দেখতে হাজির হয় কয়েক হাজার মানুষ। এই রথযাত্রা শুরু করেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ও বারুইপুর পূর্ব এর বিধায়ক বিভাস সরদার।
সেই সঙ্গে দার্জিলিং এর পাহাড় থেকে শুরু গঙ্গা সাগর ব্লক পর্যন্ত রথযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় লেগেছে। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং মাঝে মাঝে ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসনের কর্মকর্তারা।