সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সদর উপজেলার সাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে বজ্রপাতে আমিনুর বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২০) নামে ১ জনের মৃত্যুসহ দুইজন আহত।
২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায় নিহত মিঠুন বিশ্বাস বাড়ির পাসের বিলের মধ্যে একটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় ওই বজ্রপাতে মিঠুন ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া পৃথক বজ্রপাতে চাঁদপুর গ্রামের এক নারী এবং নড়াইল পৌরসভার ৪ ওয়ার্ড দুর্গাপুর এলাকায় আরো এক নারী আহত হয়েছেন। আহতরা বর্তমান নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।