সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে স্বাস্থ্য সহকর্মীদের উদ্যোগে ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
২৪ জুন,(মঙ্গলবার) সকালে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোশিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন,সংগঠনের নড়াইল সদর উপজেলা শাখার সভাপিত সৌমেন্দ্রনাথ স্যান্নাল, সহ-সভাপিত মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা কমিটির সাংগঠনিক রওশনারা পারভীন, সদর উপেজলার সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস প্রমূখ।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। সব স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা। বেতন স্কেল পূর্ণনির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তরা।
অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাই অবিলম্বে তাদের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তরা।
এ সময় সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।