
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে আটকা পড়েছে কুখ্যাত খুনি ও দুষ্কৃতী আজগর ফকির। ধৃত ব্যাক্তি র কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ টি দেশী পিস্তল সহ প্রচুর তাজা কার্তুজ।
এই খবর দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব ও মগরাহাট থানার ওসি পিযুষ কুমার।এই কুখ্যাত অপরাধী আজগর ফকিরের নামে প্রায় পঞ্চাশ টি বেশি ডাকাতি ও খুনের এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সাথে যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে। এবং গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের দক্ষ পুলিশ অফিসাররা তাকে ধরতে তৎপরতা শুরু করে। এবং গোপন সূত্রে খবর পেয়ে তাকে জালে জড়িয়ে দেন এবং পালাবার সুযোগ দেয়া হয়নি। এবং আজগর ফকির কে ধরে ফেলে। এবং তার কাছ থেকে পাঁচ টি দেশী পিস্তল ও গুলিসহ সহ তাজা কার্তুজ উদ্ধার করে। সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ ইতিমধ্যেই অপরাধ মুক্ত জেলা পুলিশ তৈরি করতে বড় ভূমিকা পালন করে আসছেন।
এই কাজে বড় ভূমিকা পালন করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব। তাদের অধীনে থাকা সমস্ত থানা এলাকায় যাতে সমাজবিরোধীরা মাথা উঁচু করে তুলে না পারে তার জন্য সবধরনের ব্যাবস্থা নিয়েছেন। সেই সঙ্গে চলেছে মাদকবিরোধী অভিযান ও বেআইনি নির্মাণ কাজ বন্ধ ও সরকারি সম্পত্তি দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য কাজকর্ম।