
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকাল থেকে টান টান উত্তেজনা র মধ্যে দিয়ে পশ্চিম বাংলার কালিয়াগঞ্জ বিধান সভা র নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ প্রায় ৫০ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন। এবং এই বিধান সভা কেন্দ্র থেকে দ্বিতীয় স্হানে রয়েছে বি জে পি এবং তৃতীয় স্হানে রয়েছে বামফ্রন্টের মনোনিত প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থী কাবিল আহমেদ। এখানে ৫৫ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলিফা আহমেদ।
বিজেপি প্রায় ২৮ শতাংশ ভোট পেয়েছে এবং ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী কাবিল আহমেদ পেয়েছে ১৮ শতাংশ ভোট। এই কেন্দ্র থেকে আগেই আলিফা আহমেদ এর পিতা তৃনমূল দলের নেতা প্রায়ত নাসির আহমেদ জয়ী হয়েছিলেন। তার মৃত্যুর পর এই কেন্দ্র থেকে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এবং প্রায়ত নাসির আহমেদ এর মেয়ে আলিফা আহমেদ কে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মাস্টার ট্রোকে বাজিমাত করলেন তৃনমূল দলের প্রার্থী আলিফা আহমেদ। পশ্চিম বাংলার গন উন্নয়ন ও বিকাশের পক্ষে সাধারণ মানুষ ভোট দিয়েছে। এবং 2026,শের আগে পশ্চিম বাংলার সাধারণ মানুষ মমতা তে আস্তা রাখলেন এটা বলার অপেক্ষা রাখে না।