
টাকা ছাড়া সব ফাঁকা
মোঃ রাকিব হোসেন
এই দুনিয়াটায় টাকা যেন রাজা,
টাকা ছাড়া জীবনটা শুধুই সাজা।
টাকায় আপনজনও মুখ ফিরায়,
অভাব দেখলে দূরে সড়ায়।
মন ভাঙে, প্রেমও ফিকে হয়,
স্বার্থ ছাড়া কেউ পাশে নাহি রয়।
মানি ইস সেকেন্ড গড,
চোখের জলে ভেজায় বুক-পট।
ভালোবাসা হলো কাগজের নোট,
আত্মীয়ও খোঁজে ব্যালেন্সের মোট।
নিশিরাতে ভাবে শান্তির খোঁজে,
প্রাণ কাঁদে চুপচাপ রোজে।
আল্লাহ হলো শান্তির দাতা,
তিনিই দেন ঠিক পথের কথা।
দোয়া করি সব ভাই-বন্ধু,
বৃহস্পতিবার পাক রহমতের গন্ধ।