
সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি :
নড়াইলে পৌরসভা এলাকায় পানি নিস্কাশনের সুপরিকল্পিত ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৩ এপ্রিল (মঙ্গলবার) নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ডবাসী (বরাশুলা ও ভাটিয়া) এলাকার আয়োজনে সকাল সাড়ে ১১ টায় আদালত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,সামান্য বৃষ্টি হলে নড়াইল পৌরসভার বরাশুলা-ভাটিয়া আবাদী মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে। ফসলের ব্যাপক ক্ষতি হয়।
আয়োজকদের পক্ষে বরাশুলা গ্রামের মোঃ নাসির উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে এ বিষয়ে সামান্য কিছু পদক্ষেপ নেয়া হয়েও তা স্থায়ী হয়নি। তার ফলে আমাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে হচ্ছে।এ বিষয়ে স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন । মানববন্ধন শেষে নেতৃবৃন্দ নড়াইল পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য,নড়াইল পৌরসভায় পরিকল্পিত ড্যানেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে বরাশুলা,ভাটিয়া, দূর্গাপুর, গোচর, আলাদাতপুর, ভাদুলিডাঙ্গা, মহিষখোলা কলেজপাড়া,ভওয়াখালী,মাছিমদিয়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দেখা দেয়।