
কলকাতা থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম:
আগামী ৮ জুন (শনিবার) পবিত্র ঈদুল আযহা পালিত হতে চলেছে। এই উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে উস্তি থানার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা নিয়ে সর্বদলীয় কমিটির সদস্যরা একত্রিত হন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিভিন্ন মসজিদের পেশ ইমাম, ইসলামী চিন্তাবিদ, সমাজের বুদ্ধিজীবী শ্রেণির প্রতিনিধিরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, তৃণমূল নেতা ও কালিকেপোতা অঞ্চল উপপ্রধান সাদিক হোসেন লস্কর, উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সব্যসাচী গায়েন, বিশিষ্ট সমাজসেবী মাস্টার আবদুর রউফ বৈদ্য প্রমুখ।
পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, সার্কেল চিফ অফিসার রাজু সোনকার ও উস্তি থানার অফিসার-ইন-চার্জ আব্দুল মারজান।
সভায় বক্তারা মুসলিম উম্মাহ ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার আহ্বান জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে কোরবানি পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
এদিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের সময় এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরবচ্ছিন্ন টহল ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন বলে জানানো হয়েছে।