Wednesday, August 13, 2025

রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

Date:

Share post:

মোঃ আল ইমরান: রাজগঞ্জ, অফিস:
৩০ মে শুক্রবার বেলা ১২ টায় রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।  উপলক্ষে পাঠাগার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মুতাছিম বিল্লাহ, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সভাপতিত্ব করেন রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জনাব মো: আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব মো: আলমগীর হোসেন লাচ্চু।

প্রধান অতিথি জনাব মো: মুতাছিম বিল্লাহ তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাঙালি জাতি কখনো ভুলবে না। তার দেশপ্রেম, সাহসিকতা এবং স্বপ্ন দেখার মানসিকতা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।”

সভাপতি জনাব মো: আব্দুস সাত্তার বলেন, “জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সঞ্চালক জনাব মো: আলমগীর হোসেন লাচ্চু বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে শহীদ জিয়ার মহান কর্ম ও ত্যাগের কথা নতুন প্রজন্মকে জানাতে পেরে আমরা গর্বিত। তার আত্মত্যাগ এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতা আমাদের প্রেরণার উৎস। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে যুব দিবস উপলক্ষে সনদপত্র ও চেক বিতরণ

‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে যুব র‍্যালি,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও...

নড়াইলে নারিকেল গাছ থেকে প’ড়ে কিশোরের মৃ’ত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরে নারিকেল গাছে উঠে ডগা পরিস্কার করার সময় পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫)...

কুড়িগ্রাম সীমান্তে ৮২ কেজি গাঁ’জা জ’ব্দ

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২...

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন...