
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হেলাল শেখ (২২) নামে এক ট্রলিগাড়ি চালক নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে সোনাতুন্দী ট বাজার সংলগ্ন হানু নদীর উপর নির্মিত ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের মোঃ রাসেল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বালুবাহী একটি ট্রলি গাড়ি হানু নদীর ভাঙনে ব্রিজের পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উঠাতে গিয়ে হেলাল শেখ তার নিজের ট্রলিতে চেইন লাগিয়ে তা টানার চেষ্টা করেন। এ সময় চেইন ছিঁড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন এবং দুই গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত হেলাল শেখ শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের মন্টু শেখের ছেলে।