
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে মাদক ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে মাগুরা সদর আর্মি ক্যাম্প ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে , মোঃ শফিকুল মোল্লা (৩০) ও তার মা মোছাঃ জাহানারা বেগম সহ দুজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।
এ সময় ১৫০ পিস ইয়াবা, ৪৬০ গ্রাম গাঁজা – গাজা মাপার মেশিন ১টি, কল্কি (গাঁজা সেবনের যন্ত্র) ৪টি, মোবাইল ফোন ১৯টি, বিকাশ প্রতারণামূলক (টোপের) প্রমাণ-মেমোরি কার্ড ২টি, মোবাইল সিম কার্ড ২৯টি, চাইনিজ কুড়াল ১টি, টিপ চাকু ১টি, টেঁটা ৩টি, মোটরসাইকেল ১টি, গুলতি ১টি, মার্বেল (গুলতির গুলি হিসেবে ব্যবহৃত) ১০০০টি, ও ২৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয় ।
উদ্ধার করা সকল মালামাল শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইন-শৃঙ্খলা বাহিনী জানান ।