"আঙ্গুরের গুচ্ছ"
চম্পা বিশ্বাস
বনের কোণে লতায় পাতা,
আঙ্গুর ফল ঝুলে কতটা!
সবুজ রঙে কখনো বেগুনি,
রোদের আলোয় চকচকে ঝিনঝিনি।
মিষ্টি তার রসালো গায়,
খেলে মনে সুখের ছায়া।
শিশুর মুখে হাসি ফোটে,
আঙ্গুর পেলে কতই যে রটে!
দাও না এক গুচ্ছ হাতে,
চলে যাই সুখের প্রাতে।
আঙ্গুর মোর প্রিয় ফল,
নরম, মিষ্টি মন ভুলোল।