মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের ৬৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
৯ মে সন্ধ্যায় মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে ফুলের তোড়া দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে তৈরি হয় উৎসবমুখর আমেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি সুমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য নয়ন হাসান, সদস্য সাব্বির হোসেন, সদস্য মোঃ এমদাদুল হকসহ আরও অনেকে।
শুভেচ্ছা গ্রহণকালে এডভোকেট ইকবাল হোসেন বলেন, “আমার জন্য আপনারা শুধু দোয়া করবেন। মণিরামপুরবাসীর জন্য ভালো কিছু করে যেতে চাই। তাঁর এই বক্তব্য উপস্থিত সবার হৃদয়ে দাগ কাটে।