
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
০৮ মে (বৃহস্পতিবার) নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেড ক্রস রেড ক্রিসন্ট দিবস উপলক্ষে কেক কাটা এবং এই উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস,নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।