
এমদাদুল হক,মনিরামপুর প্রতিনিধি:
সম্মান, মর্যাদা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মনিরামপুর থানা বিএনপির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন সম্প্রতি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই অনন্য অর্জনে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন ও হৃদয়ছোঁয়া পরিবেশে নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আফরোজা মাহমুদ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মুহিবুল্লাহসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা এডভোকেট ইকবাল হোসেন একজন জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে মনিরামপুরবাসীর কাছে সুপরিচিত। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
অধ্যক্ষ আফরোজা মাহমুদ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত এমন একজন মেধাবী ও দূরদর্শী নেতৃত্ব কলেজের সভাপতি হিসেবে পেয়ে। তাঁর সহযোগিতায় মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ একবাক্যে বলেন, ইকবাল হোসেনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।