
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের আয়োজনে ১৩৯তম মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ পালিত হয়েছে।
১ লা মে (বৃহস্পতিবার) জেলা প্রশাসন এবং ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর যশোর যৌথভাবে প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোরের পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম।
এ সময় নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।