মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া গ্রামে একটি পুকুর থেকে তানভীর হাসান নিশান (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর ভাটপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে তানভীর হাসান গত ২৭ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন সোমবার দুপুর ১টার দিকে একই গ্রামের কালাম (৪০), পিতা আব্দুল কাশেম গাজী, গোসল করতে পুকুরে যান। এ সময় বাস ভেজানোর সময় তার পায়ে কিছু একটা আটকে যায়। পরে তিনি আতঙ্কিত হয়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ভিকটিমের মা রূপালী বেগমসহ স্থানীয়রা দ্রুত পুকুরে ছুটে আসেন এবং বাঁশের নিচ থেকে লাশটি উদ্ধার করেন।
ঘটনাস্থল ছিল ভিকটিমের বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে, নিজেদেরই পুকুরের মধ্যে। উদ্ধারের সময় দেখা যায়, তানভীরের লাশটি লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল এবং গলায় একটি ছোট পিলার বাঁধা অবস্থায় ছিল।
সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।