এম.ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোরে রামনগর ইউনিয়নে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
শনিবার (২৬ এপ্রিল) সকালে বিভিন্ন চাষের মাঠে এই দৃশ্য দেখা মেলে। জানাযায় , রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ক্ষেতে ধানের বাম্পার ফলন হলেও উৎপাদিত ফসল ঘরে তুলতে ঝড় - বৃষ্টির আশঙ্কায় ভুগছেন কৃষকরা ।
কৃষক এরশাদ বলেন, আমি ৪ বিঘা জমিতে রড মিনিকেট ধান চাষ করেছি । তবে গত বছরের তুলনায় এবার আমি রড মিনিকেট ধান চাষে বাম্পার ফলন হয়েছে। এ দিকে চাষের মাঠে কয়েক হেক্টর জমিতে বোরো ধান কাটা রয়েছে। শনিবার বিকালে আকাশ জুড়ে মেঘ ও ঝড় বাতাস বইছে এমন অবস্থা দেখে কৃষকরা হতাশায় ভুগছিলেন। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চাষের মাঠে তাদের কাটা ধান রক্ষা করতে হিমশিম খেতে হয়।
তবে রাতে ঝড় বাতাস বয়ে গেছে এবং রাতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা রক্ষা পায়। এই বিষয়ে রামনগর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রামনগর ইউনিয়নের ১৮ শত হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। যেমন বিনা ধান,, ২৫, ২৮, ৫০, ৬৩, ও রড মিনিকেট ধান। তবে রড মিনিকেট ধান, ৩৩ শতকের বিঘা প্রতি গড় ২৮ থেকে ৩০ মন হয়েছে বলে জানান।