ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের হল রুমে এই সভার আয়োজন করা হয়। বিদেশী অর্থায়নে হাসপাতাল নির্মাণের দাবিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সংবাদকর্মী আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তৃতা করেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবু তালেন ও ওলিায়ার রহমান, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, অনলাইন নিউজ পোর্টাল উচ্চ কন্ঠের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, প্রভাষক মশিউর রহমান, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর ররহমান মিলন, আনোয়ার হোসেন, সোহেল আহমেদ , আলমগীর হোসেন , জামির হোসেন, শাহজাহান আলী সাজু প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা তাদের মতামত পেশ করেন।
সভায় বক্তারা বলেন, যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে সরকারের প্রায় ৩০ বিঘা অব্যবহিত জমি রয়েছে। স্থানটি যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া মেহেরপুর ও সাতক্ষীরার মাঝামাঝি পড়ে। ফলে কালীগঞ্জে ওই স্থানে হাসপাতালটি হলে প্রায় ১০ জেলার মানুষ খুব সহজে স্বাস্থ্যসেবা নিতে পারবে। পাশাপাশি সরকারের পড়ে থাকা জমিও কাজে লাগবে।
সভা শেষে কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মান বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়।
আলহাজ্ব মাহবুবার রহমানকে আহবায়ক , মাওলানা আবু তালেব, তবিবর রহমান মিনি, আনোয়ারুল ইসলাম রবি, আব্দুস সামাদকে যুগ্ম-আহবায়ক ও ওয়াশেকুল ইসলাম আজাদকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিশ্বমানের হাসপাতাল কালীগঞ্জে প্রতিষ্টার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন।