
মোঃ ওয়াজেদ আলী
স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিতরণ চলাকালিন সময়ে মারামারির ঘটনায় ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিষদে টিসিবি’র পণ্য বিতরণের নিধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। পণ্য বিতরণের ফ্যামেলি স্মার্ট কার্ড ছাড়াও কয়েকশত নারী পুরুষ ব্যক্তিগত আইডি কার্ডে মাল নিতে আসে। এ সময় উপস্থিত লাইনে থাকা জনগনের মধ্যে অনেকেই জোরপূর্বক লাইনে ঢুকতে গেলে কথা কাটাাকাটির এক পর্যায় মারামারির ঘটনা ঘটে। এ সময় কাজিপুর গ্রামে ওহাব আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)এবং বাপ্পি হোসেন(৩২), কামালপুর গ্রামের রওশন আলীর ছেলে জিহাদ হোসেন (২৫)ও ইমরান হোসেন (২৫) গুরুতর জনতার হাতে জখম হয়। তাদেরকে ইউপি সদস্য ও স্থানীয় জনগন পরিবারের হাতে তুলে দেন।এ সময় কর্তৃপক্ষ পণ্য বিতরণ বন্ধ করে দেন। এই ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই সবুজ ও সঙ্গীফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের উপস্থিতিতে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ভাবে চাল বিতরণ করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোনো মূর্হুতে বড় ধরনের র্দূঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।