
আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী :
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ চারজনকে আটক করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—রুবেল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সবাই উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ১,২৪০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।