মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড এর মদারপুর গ্রামের মোঃ হোসনের ছেলে শাহদাত আলী,একজন মাদক ব্যবসায়ী। তিনি স্বাভাবিক জীবন যাপন করতে চাই।
এজন্য চান সবার সহযোগিতা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এসে বলে আমি একজন মাদক বঢ়বসায়ী।এখন থেকে আমি আর এই কাজ করতে চাই না। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এসময় উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাঃ শরিফুল ইসলাম তাকে তওবা পাঠ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন আমরা তাকে সেই সুযোগ দিতে চাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সে ভালো পথে ফিরে আসুক সেটাই কামনা করি। তার ক্ষেত্রে পুনবার্সনের জন্য যেকোন সাপোর্ট আমরা দিতে চাই ও দিবো।আশা করি সে আজকের পর থেকে ভালো পথে ফিরে আসবে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধাবৃন্দ,সমাজসেবা অফিসার,থানার অফিসার,উপজেলা পরিষদের মসজিদের ইমাম সাহেব,, সহকারী কমিশনার (ভূমি)।