
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের “ঝনঝনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে” গত ৫০ বছরের অধিক সময় ধরে বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম্য মেলার। প্রতিবছর বাংলা সনের প্রথম ৩ দিন ধরে গ্রাম্য এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় । এবার ১৪ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হওয়া মেলা শেষ হয়েছে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ।
তরুণদের হাতে গড়া সংগঠন “ভৈরব যুব সংঘ ” গ্রামটিতে প্রতি বছর এ মেলার আয়োজন করে । শুরুতে মেলাটি ঝনঝনিয়া গ্রামের মানুষ উৎযাপন করলেও এখন দূরদূরান্তের মানুষও আসেন এখানে ।মেলায় ঘুরতে আসা শাহনাজ পারভিন বলেন, শুনেছি এখানে প্রতি বছর মেলা হয় , তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি ।
গ্রামের ভিতর এমন সুন্দর আয়োজন সত্যি তা ভাবতে পারিনি । জানাগেছে , ৫০ বছর আগে গ্রামটির একদল তরুণ বাংলা সন উপলক্ষে তিন দিনের মেলার আয়োজন করে । সেই থেকে আর কোন বছর ৩ দিনের এ মেলা বন্ধ হয়নি ।
মেলায় গ্রাম বাংলার আবহমান বাঙালির সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন স্টল দিতে দেখা যায়। তরুণদের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে ৩ দিনের মেলার ধারাবাহিকতা তরুণরাই ধরে রেখেছে । প্রতি বছর গ্রামটির প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখের প্রথম দিন এ মেলা শুরু হয়ে তৃতিয় দিন পর্যন্ত চলে । সব মিলে গ্রামটিতে ৩ দিনের মেলা উপলক্ষে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ।