
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগ শুভ নববর্ষের বাংলা ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দিন ব্যাপি সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, যশোর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং
ইউনিয়ন বিএনপি নেতা মাছুদুর রহমান শামিম ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমুর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডঃ মোঃ ইসহাক, উদ্বোধন করেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, থানা বিএনপির আহবায়ক শহীদ আল মামুন, মোসলেম উদ্দিন, সিরাজ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, থানা যুবদলের যুগ্ন আহবায়ক রাজিব আহম্মেদ, আলম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত হোসেন সাগর, সিহাবুর রহমান, থানা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা মিনু, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সর্দার, সাধারন সম্পাদক আলিমুজ্জামান ডালিম, মহিলা নেত্রী জাহানারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহির উদ্দিন, সদস্য সচিব কৃষ্ণ পদ বিশ্বাস, ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন সহ প্রতিটা ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক সহ প্রচুর উতসুক জনতা।
খেলা হয় স্কুলের মেয়েদের জন্য বালিশ বদল, ছেলেদের দৌড়, ইউনিয়ন বিএনপির ৪ দলের ফুটবল ম্যাচ, স্লো সাইকেল রেস, অন্ধের হাড়ি ভাঙ্গা, মহিলা দলের জন্য বালিশ বদল ও চেয়ার সিটিং। ফুটবলে চ্যাম্পিয়ান হয় ৪,৫,৬ নং ওয়ার্ড। শুভ নববর্ষের খেলাধুলার প্রতিযোগিতায় অনুষ্ঠানে বিজয়ী প্রধান অতিথি এ্যাডঃ ইসহাককে পুরস্কার তুলে দেন, রামনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।