পুরুষের মন
মুহাঃ মোশাররফ হোসেন:
পুরুষের মন নীরব নদীর মতো
বুকের গভীরে কত কথা করে গোপন,
চোখে থাকে হাসির আলপনা
ভেতরে এক নিঃশব্দ রোদন।
দায়িত্বের পাহাড় বহন করে
ভাঙা সেতুয় স্থির হয়ে দাঁড়িয়ে,
স্বপ্নগুলো রেখে যায় আড়ালে
অন্যের সুখে নিজেকে দেই বিলিয়ে।
নিজের ক্রন্দন কাউকে না বলে
অভিমানে পুড়ায় অচিন পাথারে,
ভালোবাসা লুকিয়ে রেখে
বলে না কিছু শুধু হৃদয়ে সারে।
পুরুষের মন? সহজ নয় বুঝা
একটা সাগর, অথচ চুপচাপ,
আলো চাইলে সে দেয় সূর্য
নিজেকে রাখে ছায়ার চাপ।