
এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদরের কুয়াদা বাতানবাড়ি আঞ্চলিক মহাশ্মশানে পহেলা বৈশাখ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত হয় পদাবলী কীর্তন অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় এই অনুষ্ঠানটি মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকেই ভক্তমণ্ডলীরা ভগবতী পূজায় অংশগ্রহণ করেন এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কালীতলা ও মন্দিরে প্রসাদ বিতরণ করেন। পূজা শেষে মানত করা মায়েরা মন্দির ও কালীতলায় সাতবার প্রদক্ষিণ করে প্রসাদ অর্পণ করেন।
দুপুরে কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সহায়তায় শুরু হয় পদাবলী কীর্তন অনুষ্ঠান। কীর্তন শেষে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াদা মহাশ্মশান কমিটির সভাপতি রাম প্রসাদ পাল, সাধারণ সম্পাদক অসীম দত্ত, আনন্দ সাহা, বিদ্যুৎ সাহা, তরুণ দত্ত, সাধন দত্ত, মধু দত্ত, মিঠুন সাহা, মিঠুন দাস, দেবদাস, কৃষ্ণ রাজভরসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ।