Tuesday, April 15, 2025

নিঃশব্দে ভালোবাসা

Date:

Share post:

নিঃশব্দে ভালোবাসা
মোঃ রাকিব হোসেন

বয়স তখন বারো-তেরো
মাঠে খেলে দুই মন,
লজ্জায় বন্ধু থাকে চুপচাপ
বান্ধবীর মনে তখ ন আগুন।

একই সাথে স্কুলে যায়
এক বইয়ে মুখ গুঁজে থাকে,
একটু ঝগড়া, একটু হাসি
প্রেমটা তখন নিঃশব্দে রাখে।

বছর গড়ায়, সময় বাড়ে
কলেজের ব্যাগে স্বপ্ন ভরে,
বন্ধু বলে তুই পাশে থাকলে পরে
এ জীবনে আর কিছু লাগবে না-রে।

বন্ধু তখন হাসির ছলে বলে ফেলে
জীবনটা এতই সহজ ভাবিস না রে,
তবুও চিঠির পাতায় গাঁথে
মন খুলে লেখে ‘আমি তোরই রইলাম রে’।

এ জীবনটা বড়ই কঠিন
কেউ চায় বংশ, কেউ চায় টাকা,
বাড়ির লোকের কথার পরে
দুটো নিষ্পাপ মন হয় ফাঁকা।

বহুদিন পর দুইটি মনের
আচমকা হয় দেখা,
নিঃশব্দে আর নিরবে
বুকটা তখন হয় ফাঁকা।

বন্ধুর চোখে কালো চশমা
আর চুল দাঁড়িতে মেহেদীর রঙ মাখা,
বান্ধবীর চোখে আছে চশমা
দুইটি মনের আচমকা হলো দেখা।

লেখক পরিচিতি:

মোঃ রাকিব হোসেন
পিতাঃ মোঃ আব্দুল মতিন সরদার
মাতাঃ মোছাঃ রোজিনা খাতুন

মোঃ রাকিব হোসেন ১৯৯৩ সালের ১৩ই সেপ্টেম্বর যশোর জেলার মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই ভাইয়ের মধ্যে পিতামাতার জ্যেষ্ঠ সন্তান।

শিক্ষাজীবনে তিনি ২০১০ সালে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১২ সালে রাজগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। পরে পিতা-মাতার ইচ্ছা পূরণে ডিপ্লোমা ইন মেডিকেল হেলথ টেকনোলজিতে ভর্তি হয়ে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০২০ সালে সরকারি স্বল্পমেয়াদী আর.এম.পি (RMP) কোর্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি একজন পেশাদার চিকিৎসক হিসেবে সেবা প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি লেখালেখির জগতে তাঁর পদচারণাও সমানভাবে প্রশংসিত। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ বিডি জার্নালিস্ট ২৪ (Newsbdjournalist 24) এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মির্জাপুরে পহেলা বৈশাখে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ বুলবুল হোসেন: পহেলা বৈশাখ, সোমবার মির্জাপুরে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বাইমাইল উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ...

পহেলা বৈশাখে ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির বনভোজন দলীয় ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয়

এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক বনভোজনের...

মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃ”ত্যু এলাকায় শো’কের ছায়া

মোঃ আরিফুল ইসলাম , রাজগঞ্জ : যশোরের মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট...

বেনাপোল সীমান্তে মা’দক ও ভারতীয় বিভিন্ন প্রকার চো”রাচা’লানি মালামাল আ”টক

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৯১ হাজার ৫০টাকা মূল্যের মাদক, বিভিন্ন চোরাচালানি মালামাল ও...