Tuesday, April 15, 2025

মণিরামপুরে দুদকের লোক পরিচয়ে বাড়ি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি: 

যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল ওহাবের বসত বাড়ি দখল করার ষড়যন্ত্র করছে এনামুল হক মিলন ও তার লোকজন। এরই মধ্যে মিলন বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মিলন দুদকের লোকপরিচয় দিয়ে পুলিশকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। বুধবার প্রেসক্লাব যশোরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আব্দুল ওহাবের ছেলে অলিয়ার রহমান।

লিখিত বক্তব্যে অলিয়ার রহমান বলেন, মণিরামপুরের হানুয়ার মৌজার সাবেক ২২৭৫ হাল ২১০৪ দাগের ১২ শতক জমি আমার পিতা পার্শ্ববর্তী গ্রামের চাঁদ আলী ও আব্দুল খালেকের কাছ থেকে ক্রয় করেন। এরপর আমার পিতা এ জমিতে বসত বাড়ি নির্মাণ করে অদ্যাবধি বসবাস করে আসছেন।

গত ৩ এপ্রিল আমাদের জমির পাশের জমির মালিক এনামুল হক মিলন তার জমির সাথে আমাদের বাড়ি ঘিরে বাউন্ডারি দিতে আসেন। এ সময় আমরা বাধা দিলে মিলন ও তার লোকজন আমাদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় পরদিন মিলনসহ কয়েকজনকে বিবাদী করে মণিরামপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন মণিরামপুর থানার এএসআই ফিরোজ হোসেন ঘটনাস্থলে আসেন।

এতে মিলন চরমভাবে ক্ষিপ্ত হয় এবং নিজেকে দুদকের লোক পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর মিলন ও তার লোকজন আমাদের বাড়িসহ তার জমির বাউন্ডারির কাজ শুরু করে।

তিনি বলেন, থানায় অভিযোগ দেয়ায় মিলন আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করলে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে মিলন ও তার লোকজন। যে কোন সময় মিলন ও তার লোকজন আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃ”ত্যু এলাকায় শো’কের ছায়া

মোঃ আরিফুল ইসলাম , রাজগঞ্জ : যশোরের মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট...

বেনাপোল সীমান্তে মা’দক ও ভারতীয় বিভিন্ন প্রকার চো”রাচা’লানি মালামাল আ”টক

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৯১ হাজার ৫০টাকা মূল্যের মাদক, বিভিন্ন চোরাচালানি মালামাল ও...

নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কে বরণ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে...

নিঃশব্দে ভালোবাসা

নিঃশব্দে ভালোবাসা মোঃ রাকিব হোসেন বয়স তখন বারো-তেরো মাঠে খেলে দুই মন, লজ্জায় বন্ধু থাকে চুপচাপ বান্ধবীর মনে তখ ন আগুন। একই সাথে স্কুলে...