
বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল ওহাবের বসত বাড়ি দখল করার ষড়যন্ত্র করছে এনামুল হক মিলন ও তার লোকজন। এরই মধ্যে মিলন বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মিলন দুদকের লোকপরিচয় দিয়ে পুলিশকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। বুধবার প্রেসক্লাব যশোরের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আব্দুল ওহাবের ছেলে অলিয়ার রহমান।
লিখিত বক্তব্যে অলিয়ার রহমান বলেন, মণিরামপুরের হানুয়ার মৌজার সাবেক ২২৭৫ হাল ২১০৪ দাগের ১২ শতক জমি আমার পিতা পার্শ্ববর্তী গ্রামের চাঁদ আলী ও আব্দুল খালেকের কাছ থেকে ক্রয় করেন। এরপর আমার পিতা এ জমিতে বসত বাড়ি নির্মাণ করে অদ্যাবধি বসবাস করে আসছেন।
গত ৩ এপ্রিল আমাদের জমির পাশের জমির মালিক এনামুল হক মিলন তার জমির সাথে আমাদের বাড়ি ঘিরে বাউন্ডারি দিতে আসেন। এ সময় আমরা বাধা দিলে মিলন ও তার লোকজন আমাদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় পরদিন মিলনসহ কয়েকজনকে বিবাদী করে মণিরামপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন মণিরামপুর থানার এএসআই ফিরোজ হোসেন ঘটনাস্থলে আসেন।
এতে মিলন চরমভাবে ক্ষিপ্ত হয় এবং নিজেকে দুদকের লোক পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর মিলন ও তার লোকজন আমাদের বাড়িসহ তার জমির বাউন্ডারির কাজ শুরু করে।
তিনি বলেন, থানায় অভিযোগ দেয়ায় মিলন আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করলে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে মিলন ও তার লোকজন। যে কোন সময় মিলন ও তার লোকজন আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।