
মো: আল ইমরান, বিশেষ প্রতিনিধি, নিউজ বিডি জার্নালিস্ট ২৪:
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নিউজ বিডি জার্নালিস্ট ২৪-এর পক্ষ থেকে আমরা রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল (বিএ) মাদ্রাসা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়, শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজকের রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল (বিএ) মাদ্রাসা পরীক্ষায় মোট ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬১১ জন, অনুপস্থিত ছিলেন মাত্র ৮ জন, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ।
পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রসাশননের ছিলো কড়া নিরাপত্তা পাশাপাশি কেন্দ্রে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা ছিলেন অত্যন্ত দায়িত্বশীল। প্রশ্নপত্র সময়মতো পৌঁছেছে এবং পরীক্ষার শুরুর আগেই পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে।
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানা যায়, তারা প্রথম দিনের প্রশ্নপত্র সহজ ও মানসম্মত পেয়েছে। এক শিক্ষার্থী জানায়, “প্রশ্ন সহজ ছিল, আমরা ভালোভাবে উত্তর দিতে পেরেছি।”
পরিদর্শনকালে কেন্দ্রের সচিব বলেন, “আমরা সকল নির্দেশনা অনুসারে পরীক্ষা পরিচালনা করছি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা প্রস্তুত ছিলাম এবং এখন পর্যন্ত সব কিছু সুন্দরভাবে চলছে।”
উল্লেখ্য, এ বছর সারাদেশে প্রায় ২০ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যথারীতি মোবাইল ফোনসহ নিষিদ্ধ বস্তু কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার এমন সুশৃঙ্খল পরিবেশ দেখে আশাবাদ ব্যক্ত করা যায়, এ বছর এসএসসি পরীক্ষা একটি সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।