
মো: বশির আহমেদ (বিভাগীয় প্রধান ঢাকা):
বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন থানা পুলিশ।
আজ শনিবার (১৫ মার্চ ২০২৫ খ্রি.) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে উদ্ধারকৃত ৩৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক ১০০টি অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে
হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।