
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, এস.এম বাবু মিয়া, গোদাগাড়ী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আসাদুজ্জামান মিলন, আলহাজ্ব আনারুল ইসলাম, নুরে আলম ওহিদ (সদস্য সচিব), সারওয়ার জাহান প্রমুখ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ ও মানব কল্যাণ সংঘের সভাপতি মোঃ হামিদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, যেমন নামাজ আদায় করা ফরজ, তেমনি রমজানের রোজাও ফরজ। সংযমের এই মাসে আমরা সবাই ইসলামের প্রতি আনুগত্য পালন করি এবং বাকি ১১ মাসও সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গোদাগাড়ীর সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।