
কলকাতা থেকে সংবাদদাতা, মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সকালে এক সভায় তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন ও সঠিক নাম অন্তর্ভুক্ত করাই হবে এই মুহূর্তে তৃণমূলের প্রধান দায়িত্ব। কারণ, বিজেপি ভুয়া ভোটার তালিকা তৈরি করে বাংলায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।
জয়দেব হালদার নেতা-কর্মীদের নির্দেশ দেন, বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করতে এবং তৃণমূল সমর্থকদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে, ভুয়া নাম অন্তর্ভুক্তির চেষ্টা রুখতে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তিনি জানান, তার তহবিল থেকে উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের অধীনে কয়েক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পানীয় জল, রাস্তা, কৃষি ও ক্ষুদ্র শিল্পের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।
সভায় উপস্থিত মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, লোকসভা নির্বাচনের মতো বিধানসভাতেও এক হয়ে লড়াই করতে হবে। এমপি ফান্ড থেকে মগরাহাট পশ্চিমের মানুষের জন্য স্বাস্থ্যসেবা, রাস্তা ও সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবেন বলে জানান তিনি।
সভায় বক্তারা বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন এবং দলীয় কর্মীদের ভোটার তালিকা যাচাই করার আহ্বান জানান। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা, এসটি ও ওবিসি সেলের সাধারণ সম্পাদক ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য নুরুজ্জামান শেখ (মন্টু), ওবিসি ও এসটি সেলের জেলা সভাপতি সঙ্গীতা হালদার, জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি এবং মগরাহাট পশ্চিমের তৃণমূল নেতা ডাঃ সাজিদুল হক গায়েন-সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আজকের গুরুত্বপূর্ণ এই সভাটি বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শেষে সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজেপিকে পরাস্ত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।