সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিএনপির অফিসের পাশে ককটেল বোমা হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।
০৭ মার্চ (শুক্রবার) রাত্রে তারাবি শেষে গোবরা বাজারের বিএনপির কার্যালয়ে বসে চা পান করছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, ওয়াজেদ আলী তিতুমীর ও নিউটন শেখ। এ-সময় আকর্ষিক দুর্বৃত্তরা অফিসের পাশে ককটেল বোমা হামলা করে পালিয়ে যায়।
পরে বোমার শব্দে এবং আহতদের চিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে
তিতুমীরের অবস্থা আশঙ্কাজক জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন স্ট্যান্ডে বিএনপি অফিসের ভেতরে গোবরা গ্রামের আব্দুল হামিদের ছেলে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্যা, জাফর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও একই এলাকার স্বঘোষিত বিএনপি নেতা নিউটন গাজীসহ বেশ কিছু নেতাকর্মী বসে গল্প করছিলেন।
এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি ককটেল বোমা হামলা করে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর নিউটন গাজী নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করতে থাকেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উজ্জ্বল শেখ গ্রুপের সাথে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের গত দু’বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধ চলে আসছিল। বোমা বিস্ফোরণের ঘটনার সাথে পূর্বের বিরোধের সম্পর্ক থাকতে পারে।
এ বিষয়ে নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, শুনেছি গোবরা বাজারে বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে বাবু মোল্যা ও ওয়াজেদ আলী তিতুমীর বিএনপির নেতাকর্মী। অন্যজন নিউটন গাজী বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। তিনি এ ঘটনার কারণ বলতে পারেননি।
এবিষয়ে সাংবাদিকরা নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি গোবরা বাজারের একটি টিনশেড ঘরের সামনে বোমা বিস্ফোরণে ঘটনায় তিনজনের আহত হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি এখন শান্ত।