Sunday, September 14, 2025

কালীগঞ্জে উড়ন্ত সেতুর নির্মাণে নিরাপত্তাহীনতা দুর্ঘটনার শঙ্কা

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় ৭০ মিটার দীর্ঘ উড়ন্ত সেতুর নির্মাণকাজ চলছে। জাতীয় মহাসড়ক (এন-৭) ছয় লেনে উন্নীতকরণের আওতায় এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড। তবে নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নির্মাণকাজের জন্য টার্মিনাল এলাকায় ভারী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। মহাসড়কের পাশে রড ঝালাইয়ের কাজ চলায় পথচারী ও যানবাহন ঝুঁকির মধ্যে পড়ছে। স্থানীয় ব্যবসায়ী জহুরুল হক বিপ্লব জানান, টার্মিনালে উড়ন্ত সেতুর নির্মাণকাজ চলছে, অথচ জনসাধারণের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।

প্লাস্টিক ও বাঁশের দুর্বল নিরাপত্তা বেষ্টনী দিয়ে কাজ চালানো হচ্ছে, যা কোনোভাবেই যথেষ্ট নয়। অন্তত ১০ থেকে ১৫ ফুট উঁচু করে টিনের বেষ্টনী দিলে নিরাপত্তা অনেক বেশি নিশ্চিত হতো। কাজ চলাকালীন সাধারণ মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে মহাসড়ক ব্যবহার করছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা হযরত আলী জানান, যথাযথ নিয়ম মেনে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। তবে যেহেতু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুস সালাম বলেন, কাজের স্থানে প্রয়োজনীয় বেষ্টনী দেওয়া আছে এবং সেটি যথেষ্ট বলেই তারা মনে করেন। তিনি দাবি করেন, নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্বশীলদের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে।

এদিকে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় নির্মাণকাজ চললে অবশ্যই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। তাই তিনি দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...