
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট লেভেল ইনস্টিটিউট এনার্জি কমিটির বৈঠকে বলেন, “পশ্চিমবঙ্গ আজ যা ভাবছে, ভারত আগামীকাল তা ভাববে।”
এই বৈঠকে শিল্প খাতে বড় বিনিয়োগের ঘোষণা করা হয়। সম্মেলনে প্রায় ২১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে প্রায় ৪,৪০,৫৫৫ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে।
বিশিষ্ট শিল্পপতি আদানি, এম্বুজা, এসটিএল-সহ বহু শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বীরভূমের দেউচা কয়লা খনি প্রকল্প থেকে উন্নত মানের কয়লা উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, যা পশ্চিমবঙ্গকে শিল্পখাতে আরও সমৃদ্ধ করবে।
এছাড়া, বহু যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রথমে প্রশিক্ষণ দিয়ে ১০,০০০ টাকা বেতনে কর্মী নিয়োগ করা হবে, পরে দক্ষ শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ শিল্প, বাণিজ্য ও কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।