
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের পদুয়া এলাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তা তৈরির নির্দেশ দিলেন উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। তিনি ইতিমধ্যেই পানীয় জল, নালা-নিকাশ ব্যবস্থা ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন।
উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪৫ হাজার মানুষের সুবিধার্থে বিভিন্ন এলাকায় পানীয় জলের এটিএম বসানো হয়েছে, এবং মাটির কাঁচা রাস্তাগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে।
গ্রাম উন্নয়নের জন্য ইতিমধ্যেই প্রায় পাঁচ কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। এই কাজে সহায়তা করেছেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের আধিকারিক বিডিও আসিফ ইকবাল, বোর্ডের চেয়ারম্যান সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা।
উপপ্রধান মিকাইল মোল্লা জানিয়েছেন, রাস্তাঘাট ও সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ গ্রামবাসীদের জন্য আরও নানা প্রকল্প বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। এছাড়াও, দরিদ্র মানুষের আইনি সহায়তা প্রদান এবং মহিলা ও শিশুদের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গ্রামবাসীদের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।