
ইকরামুল হোসাইন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন হোটেলগুলোতে রমজান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা ভূমি অফিস। খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ, হোটেলের পরিবেশ পর্যবেক্ষণ ও খাবারের মান উন্নয়নে এই অভিযান পরিচালিত হয়।
শনিবার (১ মার্চ) ত্রিশাল বাজার ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন চারটি হোটেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। অভিযানে মাস্টার কাকার হোটেলে পঁচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় ১০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, “রমজান উপলক্ষে খাবারের মান নিয়ন্ত্রণে আমরা এই অভিযান চালাচ্ছি। বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবার রাখার অভিযোগ থাকায় এখানে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্য হোটেলগুলো দ্রুত অসামঞ্জস্য জিনিস সরিয়ে ফেলে, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা তাদের সতর্ক করে দিয়েছি এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ ধরনের অভিযান চলমান থাকলে খাবারের মান রক্ষা হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।