
শরিফুল খান প্লাবনঃ
কলালামপুরের রাওয়ান এলাকায় একটি শস কোম্পানিতে কাজ করতেন কুমিল্লা জেলার সুজন ও ব্রাহ্মণবাড়িয়ার হামিন।
হামিদ ১০ মাস আগে এজেন্টের মাধ্যমে কোম্পানিতে কাজে যোগদান করেন আর এই কোম্পানির পুরাতন লোক ছিল সুজন। সিগারেট বিক্রি করাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল।
২০ ফেব্রুয়ারী কাজের সময় সিগারেট বিক্রি করা কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন বলে কোম্পানি থেকে বের হ তামিল দিয়ে তোকে দেখে নিব। প্রাণ নিয়ে দেশে যেতে দিব না।আমার সাথে তামিলদের বন্ধুত্ব তোরে মারতে আমার পাঁচ মিনিটও লাগবেনা।
হামিদ বিষয়টি চাইনিজ সুপারভাইজার কে বলেন। যেহেতু এখানে প্রাণনাশের হুমকি ছিল তাই সুপারভাইজার বিষয়টির রাওয়ান থানায় অবগত করেন।
ঘটনার দিন পুলিশ এসে সুজন এবং হামিদকে থানায় নিয়ে যায়। পরের দিন হামিদ কে ছেড়ে দিলেও হত্যার হুমকি দেয়ায় সুজনকে আটক রাখে পুলিশ।