থেকোনা চুপচাপ
মুহাঃ মোশাররফ হোসেন।
থেকোনা কেউ চুপচাপ আর
চারিকে দেখছো হচ্ছে হুটপাট,
এখনো কি থাকবে বসে?
হয়ে গেলো যে সব লুটপাট!
কি হচ্ছে দেশে আর কি করছে
তবে কি হবেনা এর শেষ?
আর কত দেখবো লুটপাট
আর হানাহানির বেশ!
হৃদয় থেকে বাসতে হবে ভালো
শ্বস্য শ্যামল সোনার বাংলাদেশ,
দেশ, এ মাটিকে যদি ভালোই বাসো
তবে চক্রান্ত করে এদেশকে করোনা শেষ।
ছাত্রসমাজ জেগে বুকের রক্ত দিয়ে
এদেশ থেকে হটিয়েছে স্বৈরচার,
স্বৈরচার হঠিয়ে দেখতে চায়না
এদেশে আর অন্যায় অত্যাচার।
আরেকবার উঠতে হবে জেগে
যাতে না হয় এ দেশে অনাচার,
কঠোর হস্তে ধরতে হবে দেশ
তবেই আসবে আমজনতার সুবিচার।