
শেষ বেলা
রাশেদ রেজা
সন্ধ্যা আসিয়াছে মোর দুয়ারে
সব আয়োজন গেছে থামিয়া!
অতীত স্বপ্নের আস্ফালনে
হৃদয় মন্দির কুহুকেকা!
ফিরে দেখা সেই বুলবুলি আজ
রক্ত ক্ষরণে গেছে হারিয়া!
বাধিত স্বপনে বিভোর হইয়া
শত আয়োজন গেছে হারিয়া!
নামান্তরের অনন্ত চাওয়া
অসংগতিতে সংগীত গাওয়া!
মুক্ত বিহঙ্গের অঙ্গখানি
দদুল্যোমান স্বপ্নে গাঁথা!
বিশ্বজগতে সুচির শর্বরী
ঘুমিয়ে পড়েছে কালের কোলে!
আহারে জীবন ছন্নছাড়া
সবই গেছে হাই আমি দিশেহারা!
জীবন প্রহরের মুক্তমনে
অসম সঙ্গীত রন্ধে রন্ধে!
মহা সংশয়ের ছাপিয়েছে হৃদয়
ব্যাকুলতার অন্দরমহলে!
বিদায় হে বিদায় এই বেলাতে
ইঙ্গিতে থামিয়াছে সকল স্তরে।