প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৫:৫০ পি.এম
ঝিনাইদহের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজী ২ দিনের রি’মা’ন্ডে

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দীন মিয়াজীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারুক আজম এ আদেশ দেন । এর আগে, মঙ্গলবার বিকাল থেকে টানা সাত ঘণ্টা সালাহউদ্দীন মিয়াজীকে যশোর শ্যামল ছায়া পার্কে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্র-জনতা। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে সালাউদ্দীন মিয়াজীকে গ্রেপ্তার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ।
শেষে তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন মিয়াজী ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের শেষ নিবার্চনে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর- মহেশপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নিবার্চিত হন ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।