
সাইবুর রহমান সুমন,শার্শা প্রতিনিধিঃ
সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল শার্শা উপজেলার সকল সামাজিক, সেচ্ছাসেবী দের ঐক্য সংগঠন’।
অদ্য ০৭-০২-২৫ ইং শুক্রবার সকালে বেনাপোল নিজস্ব কার্যালয়ে এই নাম ঘোষণার মধ্য দিয়ে ঐক্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে ১২ টি সামাজিক সংগঠন যুক্ত হয়েছে।
আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে, সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন কাজ করবে।
এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না ।
তাই, আমাদের প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও আমাদের এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।
শার্শা উপজেলার সকল সামাজিক সংগঠনের মতামত ও সম্মতির ভিত্তিতে, ৬ মাস মেয়াদি অস্থায়ী কমিটি গঠন করা হয়।
এতে মোঃ রিপন হোসেন সভাপতি, ও মোঃ গোলাম রাব্বি কে সাধারণ সম্পাদক সহ ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।