
মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদরে কাশিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরুইডাঙ্গা গ্রামের আবুল খায়ের বিশ্বাস (৬২) এর দাফন সম্পন্ন করা হয়েছে ।
৯ ফেব্রুয়ারি রবিবার জোহরের নামাজের পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায় শনিবারের দিন বিকাল বেলায় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার অবনতি হলে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নিয়ে যান। ঐদিন রাত ৭:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ২ ছেলে নাতি নাতনি পুতাপত্নীসহ অনেক কিছু রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা সরুইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নামাজের জানাজার শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগণ সহ স্থানীয় মুসল্লী গণ। মরহুমের নামাজের জানাজা পড়ান, হাফেজ মাওলানা হাফেজ ইমন।