সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইল থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর বাগেরহাটের ফকিরহাটে সুরাইয়া শারমিন (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারমিন নড়াইল সদর পৌরসভার আলাদাৎপুর ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল করিম মোল্লার মেয়ে।
৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে শরীরে ইট বেঁধে মরদেহটি পানিতে ফেলে দিয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে শারমিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ১ ফেব্রুয়ারি (শনিবার) রাতে পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, মঙ্গলবার সকালে জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ছলেমান শেখের বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে প্রেশক্রিপশন পেয়ে শারমিনের নাম শনাক্ত করা হয়। এরপর নড়াইল সদর থানার সঙ্গে যোগাযোগ করলে নিখোঁজ সংক্রান্ত জিডির তথ্য পাওয়া যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।