
হুমায়ুন কবির(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মহাসিন আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, সাংবাদিক নয়ন খন্দকার, জামির হোসেন প্রমুখ। সভায় ফুটপথ উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহন,
রুগ্ন অসুস্থ গরু ছাগলের মাংস বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে পরিচালনা, চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনকে জোরালো ব্যবস্থা নেওয়া,শিক্ষক সমিতির অবৈধ গাইড বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়াসহ নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।