Wednesday, November 5, 2025

নড়াইলে শহিদ মানিকের ম্যুরাল ভাংচুর নিউজ প্রকাশ কারায় সাংবাদিককে হুমকি

Date:

Share post:

প্রথম আলোর সাংবাদিক রাজু শেখকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে নির্মিত শহীদ মানিকের স্মরণে স্থাপিত ম্যুরাল ভাঙচুরের খবর প্রথম আলোতে প্রকাশ করায় সাংবাদিক রাজু শেখ প্রাণনাশের হুমকি পেয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনায় নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

কী ঘটেছিল?

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশে থাকা একটি ম্যুরাল ভাঙচুর করা হয়। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে রাজু শেখ ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করেন এবং সংবাদটি প্রথম আলোর অনলাইন সংস্করণে রাত সাড়ে ১০টায় প্রকাশিত হয়।

হুমকি ও আতঙ্ক

সংবাদ প্রকাশের কিছুক্ষণ পর রাত ১১টা ২৫ মিনিটে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে রাজু শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনের অপরপ্রান্ত থেকে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হয়।

সাংবাদিক রাজু শেখ বলেন,
“আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। কিন্তু সেই কারণে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।”

প্রশাসনের প্রতিক্রিয়া

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন,
“আমরা জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেসক্লাবের নিন্দা

নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশীদ লাবলু বলেন,
“যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংবাদ নিয়ে আপত্তি থাকে, তবে গণতান্ত্রিক ও আইনি উপায়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া সম্পূর্ণ অপরাধমূলক কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে বলে সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে সদরে ৭ লক্ষ টাকার ন”কল বীজ ধংশ ব্যবসায়ীকে  জ”রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ ও ধংশ করা হয়েছে। এ ঘটনায়...

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...

যশোরে স্বর্ণের বার’সহ যুবক আ”টক

সোহেল রানাঃ যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ ওসমান গনি(৩০) নামে এক যুবককে...