
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান এবং তার সহধর্মিণী প্যান্ডোরা চৌধুরী। তারা ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন, কোচিং স্টাফের সদস্যবৃন্দ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সৈয়দ আজিজ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাদের পরিবারসহ।
হাইকমিশনার মো. শামীম আহসান তাঁর বক্তব্যে বাংলাদেশের ক্রিকেট অর্জন এবং এর মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে এবং দেশের সঙ্গে অন্যান্য দেশের সেতুবন্ধন তৈরিতেও ক্রিকেট বিশেষ ভূমিকা রাখছে।”
তিনি তরুণ সমাজের ভূমিকার প্রশংসা করেন এবং মেয়েদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বৃদ্ধি করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে দলের ক্যাপ্টেন সুমাইয়া এবং অন্যান্য কর্মকর্তারা হাইকমিশনের এ আয়োজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে ক্রিকেটার এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।