Sunday, November 23, 2025

শ্রাবণ আহমেদ এর লেখা কবিতা “একা এক মা”

Date:

Share post:

একা এক মা”

শ্রাবণ আহমেদ 

যার কথা ভাবি

যার ছবি ভাসে

তারে ভোলা যায় না,

যার কথা হৃদয়ে

যার ছবি অন্তরে

সে তো আমার মা।।

সবই পেলাম আমি এক জীবনে

হারালাম কত প্রিয়জন

সময়ের স্রোতে চলেছি ভেসে

দু চোখে অশ্রু গোপন।

দূরে দূরে বহুদূরে একা

একলা জীবন

কাঁদে কাঁদে এ মন কাঁদে

ভাবি একলা যখন।

মেলে না হিসাব মেলে না

…………

মা যে বড় একা মা।

কত আয়োজন ছিলো

ছিলো কত গান

স্বপ্ন ছড়ানো ছিলো

আকাশ সমান

ভেঙেছে সাজানো সে ঘর,

আমার আমি আজ বড়

অসহায়, হয়েছে সবাই পর

নেই নেই কেউ নেই

মুখে আর হাসি নেই

এ ব্যাথা সয়ে পারি না

……..

মা, বড় একা যে মা।

দিন যায় রাত যায়

আমি ব্যাথা বয়ে যাই

হয়না মা’কে পাওয়া

গভীর সে রাত্রি, একা আমি যাত্রী

আনমনে মা’কে চাওয়া।

তবু তার কাছে যাবা হয় না

……. মা,

বড় একা যে মা।

জীবনের খেলাঘর এ যেন বালুচর

ভাবিনি কখনো ভাবিনি

অল্প সময়েই এতটা নিষ্ঠুর

হতে হবে তা তো বুঝিনি।

সব ফেলে মন চাই,

তার পানে ছুটে যাই

তবু যদি পাই গো ক্ষমা

মা, বড় একা আমার মা।

আমার এ অর্থ আমার এ চাকরি

সবই যে অর্থহীন

আমি যে ভালো খাই, আমি যে বেড়াই

ভাসে তার মুখটা মলিন।

আজ তাই হাসি না, কোন সুখ চাই না

হোক আমার জীবন অবসান

মা, বড় একা আজ মা।

সাহসী মানুষ হয়ে হয়তো একদিন

হয়ে যাবো আমি যাযাবর

খুঁজো না খুঁজো না, আমাকে পাবে না

চাই না এমন সংসার।

পারিনি পারিনি জোড়া দিতে

ভেঙে যাবা সুখী পরিবার

এই ছিলো কপালে বুঝিনি তা সকালে

এমনি নামবে আঁধার।

শত চেষ্টা শত প্রার্থনা

ভালো থেকো তুমি মা।

আমাকে ক্ষমা করো মা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজশাহী দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মুন্না ইসলাম আগুন, দূর্গাপুর  প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দূর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে...

যশোরে বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দা”বিতে মানব”বন্ধন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাউল সম্রাট আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ শনিবার সকাল...

অংচিংনু মারমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বান্দরবান মানবিক যুব সমাজ নেতৃবৃন্দ

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি: বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বান্দরবান মানবিক যুব...

রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে সেতুর দা”বীতে গণ স্বাক্ষর অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী এবং রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সঙ্গে যুক্ত...