Monday, November 3, 2025

শ্রাবণ আহমেদ এর লেখা কবিতা “একা এক মা”

Date:

Share post:

একা এক মা”

শ্রাবণ আহমেদ 

যার কথা ভাবি

যার ছবি ভাসে

তারে ভোলা যায় না,

যার কথা হৃদয়ে

যার ছবি অন্তরে

সে তো আমার মা।।

সবই পেলাম আমি এক জীবনে

হারালাম কত প্রিয়জন

সময়ের স্রোতে চলেছি ভেসে

দু চোখে অশ্রু গোপন।

দূরে দূরে বহুদূরে একা

একলা জীবন

কাঁদে কাঁদে এ মন কাঁদে

ভাবি একলা যখন।

মেলে না হিসাব মেলে না

…………

মা যে বড় একা মা।

কত আয়োজন ছিলো

ছিলো কত গান

স্বপ্ন ছড়ানো ছিলো

আকাশ সমান

ভেঙেছে সাজানো সে ঘর,

আমার আমি আজ বড়

অসহায়, হয়েছে সবাই পর

নেই নেই কেউ নেই

মুখে আর হাসি নেই

এ ব্যাথা সয়ে পারি না

……..

মা, বড় একা যে মা।

দিন যায় রাত যায়

আমি ব্যাথা বয়ে যাই

হয়না মা’কে পাওয়া

গভীর সে রাত্রি, একা আমি যাত্রী

আনমনে মা’কে চাওয়া।

তবু তার কাছে যাবা হয় না

……. মা,

বড় একা যে মা।

জীবনের খেলাঘর এ যেন বালুচর

ভাবিনি কখনো ভাবিনি

অল্প সময়েই এতটা নিষ্ঠুর

হতে হবে তা তো বুঝিনি।

সব ফেলে মন চাই,

তার পানে ছুটে যাই

তবু যদি পাই গো ক্ষমা

মা, বড় একা আমার মা।

আমার এ অর্থ আমার এ চাকরি

সবই যে অর্থহীন

আমি যে ভালো খাই, আমি যে বেড়াই

ভাসে তার মুখটা মলিন।

আজ তাই হাসি না, কোন সুখ চাই না

হোক আমার জীবন অবসান

মা, বড় একা আজ মা।

সাহসী মানুষ হয়ে হয়তো একদিন

হয়ে যাবো আমি যাযাবর

খুঁজো না খুঁজো না, আমাকে পাবে না

চাই না এমন সংসার।

পারিনি পারিনি জোড়া দিতে

ভেঙে যাবা সুখী পরিবার

এই ছিলো কপালে বুঝিনি তা সকালে

এমনি নামবে আঁধার।

শত চেষ্টা শত প্রার্থনা

ভালো থেকো তুমি মা।

আমাকে ক্ষমা করো মা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দুর্গম প্রত্যন্ত গ্ৰাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত গ্রাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বিহারে ৫০ তম দানোত্তম কঠিন চীবর...

শ্রীপুরের হিফজুল কোরআন প্রতিযোগিতায় সোনাতুন্দী মাদ্রাসা শী”র্ষে 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার মুজদিয়া সামিউল উলুম কারিমিয়া মাদ্রাসায় ৩০ তম কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ...

দলীয় শৃঙ্খলা যারা ভ”ঙ্গ করবে তাদের বি’রুদ্ধে ক”ড়া ব্যবস্থা হুঁ’শিয়ারি শওকাত মোল্লার

মনোয়ার ইমাম, ভারত বাংলা প্রতিনিধি: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং টু র নারায়ন তলার...

মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সাফল্য খলিলুর রহমানের

আব্দুল্লাহ আল মামুন, যশোর: মনিরামপুরে গ্রীষ্মকালীন অসময়ে তরমুজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তির...