Sunday, September 14, 2025

শ্রাবণ আহমেদ এর লেখা কবিতা “একা এক মা”

Date:

Share post:

একা এক মা”

শ্রাবণ আহমেদ 

যার কথা ভাবি

যার ছবি ভাসে

তারে ভোলা যায় না,

যার কথা হৃদয়ে

যার ছবি অন্তরে

সে তো আমার মা।।

সবই পেলাম আমি এক জীবনে

হারালাম কত প্রিয়জন

সময়ের স্রোতে চলেছি ভেসে

দু চোখে অশ্রু গোপন।

দূরে দূরে বহুদূরে একা

একলা জীবন

কাঁদে কাঁদে এ মন কাঁদে

ভাবি একলা যখন।

মেলে না হিসাব মেলে না

…………

মা যে বড় একা মা।

কত আয়োজন ছিলো

ছিলো কত গান

স্বপ্ন ছড়ানো ছিলো

আকাশ সমান

ভেঙেছে সাজানো সে ঘর,

আমার আমি আজ বড়

অসহায়, হয়েছে সবাই পর

নেই নেই কেউ নেই

মুখে আর হাসি নেই

এ ব্যাথা সয়ে পারি না

……..

মা, বড় একা যে মা।

দিন যায় রাত যায়

আমি ব্যাথা বয়ে যাই

হয়না মা’কে পাওয়া

গভীর সে রাত্রি, একা আমি যাত্রী

আনমনে মা’কে চাওয়া।

তবু তার কাছে যাবা হয় না

……. মা,

বড় একা যে মা।

জীবনের খেলাঘর এ যেন বালুচর

ভাবিনি কখনো ভাবিনি

অল্প সময়েই এতটা নিষ্ঠুর

হতে হবে তা তো বুঝিনি।

সব ফেলে মন চাই,

তার পানে ছুটে যাই

তবু যদি পাই গো ক্ষমা

মা, বড় একা আমার মা।

আমার এ অর্থ আমার এ চাকরি

সবই যে অর্থহীন

আমি যে ভালো খাই, আমি যে বেড়াই

ভাসে তার মুখটা মলিন।

আজ তাই হাসি না, কোন সুখ চাই না

হোক আমার জীবন অবসান

মা, বড় একা আজ মা।

সাহসী মানুষ হয়ে হয়তো একদিন

হয়ে যাবো আমি যাযাবর

খুঁজো না খুঁজো না, আমাকে পাবে না

চাই না এমন সংসার।

পারিনি পারিনি জোড়া দিতে

ভেঙে যাবা সুখী পরিবার

এই ছিলো কপালে বুঝিনি তা সকালে

এমনি নামবে আঁধার।

শত চেষ্টা শত প্রার্থনা

ভালো থেকো তুমি মা।

আমাকে ক্ষমা করো মা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...